চমক থাকুক মধুচন্দ্রিমাতেও

এবিএনএ : বিয়ের মৌসুম চলছে। বিয়ে মানেই বাড়তি কাজ। সেই সনহে রয়েছে চাপা আনন্দ। বিয়েতে কেনাকাটা, খাওয়া–দাওয়া তো রয়েছেই। কিন্তু তাই মধুচন্দ্রিমার কথা ভুলে গেলে চলবে না। মধুচন্দ্রিমা নিয়ে ভাবনা–চিন্তা করে রাখতে হবে। কেননা মধুচন্দ্রিমায় যেয়ে সঙ্গীকে সারপ্রাইজ দিতে ভুল করা যাবে না। তাই মধুচন্দ্রিমার প্রস্ততিমূলক কিছু পরামর্শ রইলো আজ-
১। বিয়ের পর প্রথম বেড়াতে যাচ্ছেন। নিজের পছন্দমতো জায়গায় যাবেন বলে মনস্থির করে ফেলবেন না যেন। সঙ্গীর কি পছন্দ সেটাও জানতে চান।
২। আগে থেকে সব ব্যবস্থা করে রাখুন। হোটেল পৌঁছেই যেন ফুলের তোড়া, কার্ড বা চকলেট হাতে পান সঙ্গী।
৩। সদ্য বিয়ে হয়েছে। হোটেলে গিয়েই নিজের সব কাজের দায়িত্ব তার ওপর ছেড়ে দেবেন না। জামা–কাপড় গোছানো বা ধোওয়ার কাজগুলো নিজেই করুন।
৪। বিয়ের আগে হয়ত চুটিয়ে প্রেম করেছেন। তাই বলে মধুচন্দ্রিমা নিয়ে গা–ছাড়া ভাব দেখাবেন না। ফোন বন্ধ রাখুন। একে অপরকে আরও ভাল করে বুঝতে শিখুন।
৫। ফোন বা অন্যান্য গ্যাজেট্স বাদ দিলেও, ক্যামেরা নিয়ে যেতে ভুলবেন না যেন! একান্তে কাটানো উহুর্তগুলো স্মরণীয় করে রাখতেই হবে।
৬। একান্তে সময় কাটাবেন তো বটেই। তার আগে আশপাশ ঘুরে দেখুন। কোনও ক্লাবে গিয়ে আড্ডা দিন।
৭। গাড়ি বুকিং, খাওয়ার ব্যবস্থা—এসব ঝামেলা তো আছেই। তারমধ্যেই নির্জন রাস্তায় হাতে হাত রেখে চলুন।
৮। মধুচন্দ্রিমায় গেছেন বটে। তাই বলে সবসময় ‘লাভি–ডাভি’ হয়ে থাকতে হবে না। বাঞ্জি জাম্পিং, স্কুবা ডাইভিং—সবকিছুই উপভোগ করুন।
Share this content: