জাতীয়বাংলাদেশলিড নিউজ

ওয়াসফিয়াকে নিয়ে ন্যাশনাল জিওগ্রাফির প্রামাণ্যচিত্র

এ বি এন এ : ন্যাশনাল জিওগ্রাফির সেরা উদীয়মান ভ্রমণকারী (Emerging Explorer and Adventurer) নির্বাচিত হয়েছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরিন। এবার সেভেন সামিট জয় করা এই নারীকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে ন্যাশনাল জিওগ্রাফি।
১৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে ওয়াসফিয়ার এই যাত্রার দারুণ কিছু মুহূর্ত। তার দুঃসাহসিক অর্জনের পেছনের গল্প।
ওয়াসফিয়া এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশি  এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ খ্রিস্টাব্দের ২৬ মে সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চুড়ায় আরোহন করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।
ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব পেয়েছেন তিনি। দুঃসাহসী অভিযানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিজের অঙ্গীকার ও কর্মতৎপরতার জন্য ওয়াসফিয়াকে ২০১৪ সালের অন্যতম বর্ষসেরা হিসেবে মনোনীত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button