,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

ইরাকে তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা, নিহত ২১

এ বি এন এ : ইরাকের একটি তল্লাশি চৌকির সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

সোমবার সকালে রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে খালিস শহরে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) প্রায় নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে থাকে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মিনিবাসসহ বিভিন্ন যানবাহন থেকে মৃতদেহ বের করছি। নিহতেদের অধিকাংশ নারী ও শিশু।’ মাত্র একদিন আগে রবিবার বাগদাদের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited