এবিএনএ : এখনও আছেন আগের মতোই—নিজের টপলেস ছবি পোস্ট করে কি এটাই বোঝাতে চাইলেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স!
ইনস্টাগ্রামে ব্রিটনি সোমবার ছবিটি পোস্ট করার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সরগরম।
ব্রিটনি, লাখো তরুণের চোখের ঘুম হারাম করেছিলেন প্রায় ২০ বছর আগে; প্রথম সিঙ্গেলস ‘ওয়ান মোর টাইম’-এর ভিডিওতে মোহনীয় উপস্থিতি দিয়ে!
এখনও আগের মতোই মোহনীয় ব্রিটনি! দুনিয়াজুড়ে ভক্তদের এই ছবির মাধ্যমে হয়তো এটাই বোঝাতে চাইলেন ৩৫ বছর বয়সী এই গায়িকা।