আন্তর্জাতিক

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০

এ বি এন এ : ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। বুধবার ইতালির কর্মকর্তারা এই তথ্য জানান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত তিনটা ৩৬ মিনিটে পারুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
একটি শহরের মেয়র ইতালিয়ান রেডিওকে বলেছেন, অর্ধেক শহর ধ্বংস হয়ে গেছে।
লা রিপাবলিকা সংবাদপত্রের ভাষ্যে, রোমের কিছু ভবন ২০ সেকেন্ড ধরে কেঁপেছিল।
আরএআই টিভিকে আকুমোলি শহরের মেয়র স্টিফানো পেটরুসি বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে একটি পরিবারের চার সদস্যকে পাওয়া গেছে।
পুলিশ বলছে, পেসকারা দেল টরেন্টোর কাছের একটি গ্রামে দুইজন মারা গেছে।
আমাট্রিস শহরটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র সেরগিও পেরোজ্জি বলেছেন, শহরটিতে প্রবেশ ও বাইরের রাস্তা ফেটে গেছে। অর্ধেক শহর ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটক পড়েছে। সম্ভবত ভূমিধ্বস হয়েছেও একটি সেতু ভেঙে পড়েছে।
প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬.৪ বলা হয়েছিল। এরপর আরো আফটারশক অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, পুরনো তথ্য-উপাত্ত বিবেচনা করে মনে হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button