বিনোদন

আসছে সুইসাইড স্কোয়াড ২

এবিএনএ : হলিউডে গেল বছরের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ছবিটির নাম ছিলো ‌‘সুইসাইড স্কোয়াড’। ছবিটির কাহিনি এবং গল্পের ভিন্নতা মুগ্ধ করেছে দর্শকদের। জানা গেছে নির্মিত হতে যাচ্ছে এবার ছবিটির সিকুয়্যাল ‘সুইসাইড স্কোয়াড ২’।
হলিউড রিপোর্টে প্রকাশিত এক খবরে জানা যায় সুইসাইড স্কোয়াডের এই সিকুয়্যালটির পরিচালনায় থাকবেন জনপ্রিয় হলিউড তারকা মেল গিবসন। আর এই ছবিটি দিয়েই প্রথমবারের মতো পরিচালনায় নাম লেখাবেন এই ব্রেভহার্ট তারকা।
ডেভিড আয়ারের রচনা ও পরিচালনায় সুইসাইড স্কোয়াডের গল্প গড়ে উঠেছিলো। গোথাম শহরের কুখ্যাত সব অপরাধীদের কেন্দ্র করে গড়ে ওঠে এ ছবির গল্প!
সিনেমাটিতে অভিনয় করেছিলেন জ্যারেড লেটো, মার্গট রবি, উইল স্মিথের মতো তারকারা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button