এ বি এন এ : দেশের চৌদ্দ লাখ সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা মেসেজিং অ্যাপ ‘আলাপন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই অ্যাপটির উদ্বোধন করেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তৈরিকৃত এই অ্যাপের মাধ্যমে সরকারের সকল কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে বিনামূল্যে নিজেদের মধ্যে চ্যাট ও গ্রুপ চ্যাট, ভয়েস ও ভিডিও কল, গ্রুপ কনফারেন্স, বার্তা প্রেরণ, নথি আদান-প্রদান করা যাবে।
অ্যাপের অ্যাডভান্স সার্চ অপশন থেকে খুব সহজেই নির্দিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সুনির্দিষ্ট যে কোনো কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে।
সরকারি কর্মকর্তাদের আন্তঃযোগাযোগের নিরাপত্তা নিশ্চিকেত সবধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অ্যাপটিতে।
ইন্টারনেট সংযোগ ছাড়া এই অ্যাপে অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে।