এবিএনএ : সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের কার্যকরী পরিষদের ২০১৭-১৮ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।কমিটির সদস্যরা হলেন,সভাপতি-কাঞ্চন চৌধুরি,সহ সভাপতি-প্রসেনজিত দত্ত,সাধারন সম্পাদক-সুরজিত চৌধুরি ,সহ সাধারন সম্পাদক-রাজেশ দাশ,কোষাধ্যক্ষ-শান্তিপদ দাশ,সহ কোষাধ্যক্ষ-শিপন সেনগুপ্ত,সাংস্কৃতিক সম্পাদিকা-তৃপ্তি সরকার,সহ সাংস্কৃতিক সম্পাদক-দেবস্বরূপ চক্রবর্তী,প্রচার ও প্রকাশনা সম্পাদক-অসীম কুমার ধর,জনসংযোগ সম্পাদক-রূপণ মজুমদার,আপ্যায়ন সম্পাদক-উত্তম ভৌমিক।
গত পহেলা ফেব্রুয়ারি,বুধবার সন্ধ্যায় প্রদীপ দে এর সঞ্চালণায় উক্ত কমিটির পরিচিতি,অভিষেক ও শপথ অনুষ্ঠান গীতা সংঘের প্রার্থনা হলে অনুষ্ঠিত হয়। গীতা সংঘের বিদায়ী কমিটির সভাপতি বিপ্লব বরন দাশ কার্যকরী পরিষদের নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন, গীতা সংঘের ট্রাস্টি বোর্ডের সদস্য উত্তম দাশ নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।গীতা সংঘের পুরোহিত সুভাষ চক্রবর্তী কার্যকরী কমিটির নতুন সদস্যদের কপালে মঙ্গল স্মারক হিসাবে চন্দন তিলক এঁকে দিয়ে তাদেরকে বরন করে নেন,তাঁকে সহযোগীতা করেন শ্যামল চক্রবর্তী।অনুষ্ঠানে উপস্থিত সুধীজন বিপুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের স্বাগত জানান।
এরপর কার্যকরী পরিষদের নতুন কমিটির সভাপতি কাঞ্চন চৌধুরি উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।তাঁরা আগামী দুই বছর তাঁদের উপর অর্পিত দায়িত্ব যাতে সুচারুরূপে পালন করতে পারেন,গীতা সংঘের সদস্যদের প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারেন এবং গীতা সংঘের সার্বিক কল্যাণে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করতে পারেন সেজন্য সবার আশীর্বাদ ও সহযোগীতা কামনা করেন।