এবিএনএ : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দিল্লির ঐতিহাসিক প্রাকৃতিক ইতিহাস সম্বলিত জাতীয় জাদুঘর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪০টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ৬ দমকলকর্মী।
মঙ্গলবার ভোররাত ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
দমকলকর্মী রাজেশ নাওয়ার জানিয়েছেন, ওই বহুতলের অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করছিল না। তবুও আমরা ২ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। বিধ্বংসী আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ৬ দমকল কর্মী। তাদের ভর্তি করা হয়েছে রাম মনোহর লোহিয়া হাসপাতালে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকর দেশের ৩৪টি জাদুঘরের অগ্নিনির্বাচপক ব্যবস্থা সংক্রান্ত অডিট করার নির্দেশ দিয়েছেন। এই ক্ষতি টাকার মূল্যে বিচার করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, তানসেন রোডের ওই বহুতলের সবচেয়ে উপরের তলায় প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বহুতলে।
এ ছাড়াও নানা ইতিহাস সমৃদ্ধ এই জাদুঘরে অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রাকশ জাওড়েকর।
এ সময় আক্ষেপের সুরে তিনি বলেন, “এটা দুঃখজনক ঘটনা। জাতীয় ইতিহাস জাদুঘর হল জাতীয় সম্পত্তি। এই ক্ষতি অপূরণীয়।”
১৯৭৮ সালের ৫ জুন তৈরি হওয়া এই জাদুঘরে ছিল ১৬ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম, যার পা ছিল টিকটিকির মতো। –সংবাদমাধ্যম