এ বি এন এ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টারপার্লামেন্টারী এসেম্বলী অব মেম্বার নেশস অব দ্য কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (আইপিএ সিআইএস) আদর্শ ও মূল্যবোধের সঙ্গে মিল থাকায় এ দুইটি আন্তর্জাতিক সংস্থাকে বিশ্বব্যাপী মানব কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তাভরেস্কি প্যালেসে আইপিএ সিআইএস’র ৪৪তম সম্মেলনের প্লেনারী সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে স্পিকার এ আহ্বান জানান। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে শুক্রবার বাংলাদেশে প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়।
বার্তায় স্পিকার বলেন, ‘কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন কমনওয়েলথভুক্ত দেশসমূহে সুশাসন নিশ্চিত করা এবং কমনওয়েলথের মূল্যবোধকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নারীর ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য রোধ, তরুণ সমাজের উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি চ্যালেঞ্জগুলো বিশ্বের সব দেশের জন্য একই।’
এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য পরস্পরের অভিজ্ঞতা কাজে লাগাতে সিপিএ ও আইপিএ সিআইএস’র একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে স্পিকার বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী দেশসমূহ এবং দ্বীপ রাষ্ট্রসমূহে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।’
বিশ্বের সকল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সিপিএ চেয়ারপার্সন বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গতবছর বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্যসমূহ বাস্তবায়নে বিশ্বের সকল দেশের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় একান্ত অপরিহার্য।’
রাশিয়ান ফেডারেশনের স্পীকার ও আইপিএ সিআইএস’র চেয়ারপার্সন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও আইপএ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বক্তৃতা করেন । এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। আইপিএ সিআইএসভুক্ত আরমেনিয়া, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, ইত্যাদি দেশসমূহের প্রতিনিধিগণ সম্মেলনে যোগদান করেন।