এ বি এন এ : অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গজনি, হলিডে ও আকিরা’র মতো সিনেমার নির্মাতা মুরুগাদোস নাকি চাইছিলেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর সঙ্গে তার সিনেমার মাধ্যমে জানভির অভিষেক হোক। এ নিয়ে জানভির পিতা-মাতা শ্রীদেবী এবং বনি কাপুর সম্মতিও দিয়েছেন। কিন্তু জানভি এতে রাজি হননি। শ্রীদেবী কন্যা নাকি মনে করছেন এখনো তার সিনেমায় পা রাখার বয়স হয়নি।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শ্রীদেবী এবং বনি কাপুর চাইছেন বলিউড অথবা তামিল যে কোনো সিনেমাতেই তাদের মেয়ের অভিষেক হোক। জানভিও তার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে লী স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শিখছেন তিনি।