এবিএনএ : চলে গেলেন হলিউডের অন্যতম অভিনেত্রী মেরি টেলর মুর। অ্যামি অ্যাওয়ার্ড জয়ী ও অস্কার মনোনয়ন পাওয়া এ মার্কিন অভিনেত্রী গত বুধবার ৮০ বছর বয়সে মারা গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মৃত্যুর সময় তার বন্ধু ও স্বামী ড. এস রবার্ট লেভিন পাশে ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে কানেক্টিকাটের গ্রিনউইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।ষাটের দশকে জনপ্রিয় সিটকম শো ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন মেরি।