বিনোদন

অপরাধ আর যৌনতায় ভরপুর টিভি-সিরিজ ‘রিভারডেল’ (ভিডিও)

এবিএনএ : জনপ্রিয় কমিক সিরিজ ‘আর্চি’ দলবলসহ হাজির হতে চলেছে ছোটপর্দায়। টিভি-সিরিজটির নাম ‘রিভারডেল’। তুখোড় অপরাধ আর যৌনতার ককটেলে ছোটপর্দা মাতানোর অপেক্ষায় ‘রিভারডেল’। আর্চি-ভেরোনিকা-জাগহেড-বেটি চরিত্রগুলো বদলে গিয়েছে এই টিভি-সিরিজে। আগামী বছরের ২৭ জানুয়ারি টিভি সিরিজটি শুরু হচ্ছে। যৌনতা, চুমু, ঈর্ষা, মারামারি যে কমিকসে ছিল না, এমনটা নয়। কিন্তু সেই সবের মধ্যে দিয়েই কলেজের এক আলো ঝলমলে দিনের কথা তুলে ধরত ডাইজেস্ট কমিকস। সেই ঝলমলে জায়গাটা অনেকটাই চেপে গিয়েছে নয়া টিভি-সিরিজ ‘রিভারডেল’এ। এখানে আর্চি আর দলবলের জীবনযাপন মুখ ঢেকেছে রহস্যের অন্ধকারে। ট্রেলারের শুরুতেই তাই দেখা যাচ্ছে আর্চির সুগঠিত শরীর। দেখা যাচ্ছে ঠোঁটে কোল্ড ড্রিংকসের স্ট্র চেপে সুন্দরীদের আহ্বান। সুইমিং পুলের ধারে স্বল্পবসনার কথা বাদ দেয়াই যায়। সে তো কমিকসেও ছিল। তফাতের মধ্যে এতটাও আঁধারে ঘেরা ছিল না- এই যা! তার সঙ্গে যোগ হয়েছে এক ব্যাগ টাকা! আর্চির এক বন্ধুর যমজ ভাইয়ের অন্তর্ধান রহস্য। এই সব কিছু, তার সঙ্গে অগুনতি নারীর সহবাস সামলাতে সামলাতে শেষ পর্যন্ত কী করবে আর্চি?

https://youtu.be/uISW88bFaxs?t=45

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button