সেই ক্রাইস্টচার্চে ফের বোমা, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

এবিএনএ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বোমা হামলার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫০ জন মুসল্লির প্রাণহানির ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই মঙ্গলবার বোমা হামলার হুমকির পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টাচার্চ শহরের ফিলিপসটাউন এলাকার একটি সড়ক ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্য, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউদ মসজিদে জুমআর নামাজের সময় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট বন্দুক হামলা চালায়। দুটি মসজিদে গুলি চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করে অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই সন্ত্রাসী। এছাড়া গুলিতে আহত হয় আরো কয়েক ডজন মুসল্লি। ট্যারান্টের বিরুদ্ধে ৫০ গুণ খুনের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন।
Share this content: