এবিএনএ : নিউইয়র্কের পাশের রাজ্য কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। কনস্যুলেট সেবার মধ্যে ছিল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহযোগিতায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী উৎসবমুখর পরিবেশে এ সেবা গ্রহণ করেন।
কানেকটিকাটে ম্যানচেস্টার ৮২৪ মেইন স্ট্রিটে গত ২৪ ও ২৫ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল কনস্যুলেট সেবা প্রদান করে। দলের অন্য সদস্যরা হলেন কনস্যুলেটর ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মাসুমা আক্তার শেলী, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন এবং অফিস সহকারী আবু জাফর।
কনস্যুলেটের ভ্রাম্যমাণ দলকে সার্বক্ষণিক সহযোগিতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক তিন সাধারণ সম্পাদক জুনেদ এ খান, ময়নুল হক চৌধুরী হেলাল ও আহমেদ জিলু, সংগঠনের সাবেক কর্মকর্তা তৌফিকুল আম্বিয়া, ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ সোহেলুর রহমান স্বপন, ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুর রহমান অপু, তারেক আম্বিয়া প্রমুখ।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু জানান, অত্যন্ত আন্তরিকতা ও সুশৃঙ্খলভাবে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা প্রদান করা হয়। দোরগোড়ায় কনস্যুলেট সেবা পেয়ে তারা দারুণ উৎফুল্ল।
Share this content: