
এবিএনএ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌকায় আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজ্যের সান্তা ক্রুজ দ্বীপের উপকূলে ওই ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস টাইমস।
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত তিনটার দিকে লজ এঞ্জেলেস থেকে ১৪৫ কিলোমিটার দূরে সান্তা ক্রুজ দ্বীপে কনসেপশন নামের একটি স্কুবা ডাইভিং বোটে আগুন লাগে। ৭৫ ফুট দীর্ঘ ওই বোটে যখন আগুন লাগে সে সময় বেশিরভাগ লোক নিচের ডেকে ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয় কাউন্টির শেরিফ বিল ব্রাউন বলেছেন, ‘শনিবার সকালে ৩৯ আরোহী নিয়ে ‘কনসেপশন’ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপে গিয়েছিল। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। এদিকে আগুন লাগার পর বোটের কেবিনে থাকা পাঁচ ক্রু জেগে ওঠেন এবং তারা পানিতে লাফিয়ে পড়েন। কাছাকাছি থাকা অন্য একটি নৌকা তাদের উদ্ধার করে। এদের মধ্যে দুজন পায়ে আঘাত পেয়েছেন। নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কোস্ট গার্ড সদস্যরা। তাদের জীবিত পাওয়া ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
Share this content: