
এবিএনএ : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে এক নারী বেরিয়ে আসার সময় সাথে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে।
ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম এতথ্য জানান।
তিনি জানান, পুলিশের অভিযান চলাকালে ভেতরে থাকা তিন জঙ্গিকে আত্মমর্পণের জন্য বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। ভেতর থেকে বেরিয়ে আসার সময় এক নারী জঙ্গি বিস্ফোরণ ঘটিয়েছে।
মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে ওই নারীর এক সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী জীবিত নাকি মৃত তা জানা যায়নি। ভেতরে আরও এক জঙ্গি অবস্থান করছে। অভিযান চলছে।
শনিবার ভোররাতে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
অভিযান শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে চারজন বেরিয়ে আসেন বলে ঘটনাস্থললে সাংবাদিকদের জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
সকালে তিনি জানান, বাড়িটির ভেতরে এখনও তিনজঙ্গি অবস্থান করছে। তাদের আত্মসমর্পণের জন্য বলা হচ্ছে। তবে সশস্ত্র ওই জঙ্গিরা হুমকি দিচ্ছে। পুলিশ জানায়, আত্মসমর্পণ করা জঙ্গিরা হলো- গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে নিহত সাবেক সেনা কর্মকর্তা জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার ও মেয়ে এবং নব্য জেএমবির অন্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে। অভিযান শুরুর পর বাড়িটির ওপরের দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে।
Share this content: