
এবিএনএ : পদত্যাগ করলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অারিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে শেষ অফিস করেন তিনি। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে তিনি এবার দলীয় মনোনয়ন পাচ্ছেন কিনা, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীই দ্বিতীয়বারের মতো সিসিক নির্বাচনে পেয়েছেন বিএনপির মনোনয়ন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী সিসিকের বর্তমান মেয়র। নির্বাচনী বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করতে হয়েছে আরিফকে। এই বিধি মেনে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেন আরিফ। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জমা দেন মনোনয়নপত্র। উল্লেখ্য, আগামী ৩০ জুলাই একযোগে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Share this content: