
এবিএনএ : বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীর অভিযোগ প্রত্যাখ্যান করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সিটি নির্বাচনে প্রভাব বিস্তারের কিছু নেই।
রোববার রাজধানীর সবুজবাগ এলাকায় গণসংযোগকালে এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দক্ষিণের মেয়রপ্রার্থী যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গে তাপস বলেন, এখানে প্রভাব বিস্তারের কিছু নেই। একজন প্রার্থী হিসেবে তারা যে সুবিধা পাচ্ছেন আমিও একই সুবিধা পাচ্ছি।
তাপস বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অচল ঢাকাকে সচল হিসেবে গড়ে তুলবো। যেখানে নির্দিষ্ট সড়কে নির্দিষ্ট যানবাহন চলাচল করবে। কিছু সড়ক থাকবে যেখানে শুধু ঘোড়ার গাড়ি চলাচল করবে। কিছু সড়ক থাকবে শুধু মানুষের হাঁটার জন্য, আর কিছু সড়ক ভারী যানবাহন এবং হালকা যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট থাকবে। চীনের করোনাভাইরাস সম্পর্কে তিনি বলেন, যারা চীনে যাতায়াত করেন তাদের প্রতি আমার অনুরোধ যেন সতর্ক থাকেন। একইসঙ্গে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্কের পাশাপাশি আগাম ব্যবস্থা গ্রহণের অনুরোধ করবো। প্রচারণায় আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share this content: