আন্তর্জাতিক

ইরানের বুশেহর ও ইয়াজদে ইসরায়েলের হামলা, পারমাণবিক কেন্দ্রে ঝুঁকির আশঙ্কা

দক্ষিণ ও মধ্য ইরানে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, পারমাণবিক স্থাপনায় বড় বিপর্যয়ের সতর্কতা আইএইএ-র

এবিএনএ:  দক্ষিণ ও মধ্য ইরানের দুটি অঞ্চলে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল—এমনটাই জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। বুশেহর ও ইয়াজদ প্রদেশে সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ আক্রমণ হয় বলে জানা গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অনুমোদিত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, বুশেহর শহরের উপকণ্ঠে দুটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

অন্যদিকে, আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি-এর এক খবরে বলা হয়, ইয়াজদ প্রদেশে বেশ কয়েকটি এলাকায় ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা মোকাবিলার চেষ্টা করেছে।

মেহের নিউজ আরও জানায়, ইয়াজদের আল-গাদির ইউনিটের একটি বিবৃতিতে বলা হয়, দুটি সামরিক ঘাঁটি ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছে, তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, বুশেহরেই অবস্থিত ইরানের অন্যতম প্রধান পরমাণু বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্র ঘিরেই আন্তর্জাতিক মহলের সতর্কতা বাড়ছে।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সতর্ক করে বলেছে, বুশেহর পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, যা শুধু ইরান নয়, গোটা অঞ্চলকে বিপদের মুখে ফেলতে পারে।

যদিও ইরানের গণমাধ্যমগুলো হামলার খবর দিয়েছে, তবে এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বা এই হামলার দায় স্বীকার করেনি।

আঞ্চলিক উত্তেজনা বাড়ার এই ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন। বিশেষ করে, যখন পারমাণবিক স্থাপনা সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button