এবিএনএ : ইমার্জিং টিম এশিয়া কাপে চমক দেখিয়েই চলেছেন নাসির হোসেন। বল ও ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন এ ডানহাতি অলরাউন্ডার।
প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নেয়ার পর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
আর তার দুর্দান্ত সেঞ্চুরি ও অধিনায়ক মুমিনুল হকের হাফ সেঞ্চুরির উপর ভর করে নেপালের বিপক্ষে ২৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশর। দলীয় ১ রানেই সাজঘরে ফিরে যান আজমীর আহমেদ।
তৃতীয় ওভারে শরদ ভেসকরকে ক্যাচ দিয়ে ফেরেন ৭ রান করা সাইফ হাসান। এরপর ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। তিনি কোনো রানই করতে পারেননি। এরপর শান্ত ৪ রান করে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন মুমিনুল ও নাসির। তাদের জুটিতে আসে ৭৮ রান। ব্যক্তিগত ৬১ রান করে বিদায় নেন মুমিনুল। তবে একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন নাসির।
১১৫ বলে নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৯ রানে। ১২ চার আর ২ ছয়ে সাজানো তার ইনিংস।
Share this content: