
এবিএনএ : তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হন। গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়। দফতর বদল নিয়ে তারানা হালিম বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে হতাশার কথা জানিয়েছিলেন।
সচিবালয়ের চার নম্বর ভবনের নবম তলায় তথ্য মন্ত্রণালয়ে ৮০১ নম্বর কক্ষে তারানা হালিমের বসার জন্য অফিস সাজানো হয়েছে। রোববার তিনি কক্ষে এসে উপস্থিত হলে ভারপ্রাপ্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারানা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কক্ষে গেলে তিনিও তারানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Share this content: