
এবিএনএ: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটের গণমানুষের মুখপাত্র বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন্ উপলক্ষে সোমবার দুপুরে বাগেরহাট প্রেসকাবের সামনে এক বর্নাঢ্য রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসকাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসকাবের মীর জুলফিকর আলী লুলু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন।
এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবালের মুখে বার্থডে কেক তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বাগেরহাট টুয়েন্টিফোর যাত্রা শুরু করে। এরপর থেকে বাগেরহাটের সকল সংবাদ প্রচার করে গণ মানুষের মুখপাত্র হিসেবে পরিনত হয় প্রতিষ্ঠানটি।
Share this content: