লাইফ স্টাইল

ঈদের তিন বেলায়

এ বি এন এ : সকাল, বিকেল, রাত—ঈদের দিন যে বেলাতেই সাজুন না কেন, মেকআপ হতে হবে হালকা। কারণটা আর কিছুই না—প্রচণ্ড গরম। উৎসবের দিনে সাজসজ্জা আর নতুন পোশাক সব সময়ই গুরুত্ব পেয়েছে। তবে দিনের বেলায় খুব বেশি মেকআপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাতের বেলায় বেজ ভারী না করে চোখ আর ঠোঁটে পছন্দমতো রং ব্যবহার করতে পারার কিছুটা স্বাধীনতা পাবেন। বানথাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম ঈদের দিন তিন বেলার সাজ তুলে ধরেছেন।

.সকালে স্নিগ্ধ
সকালে বেজ একদম হালকা হবে। তবেই চেহারায় স্নিগ্ধতা আসবে। ঠোঁটে পেঁয়াজ গোলাপিরঙা লিপস্টিক। চোখে কোনো ধরনের আইলাইনার ব্যবহার করা হয়নি। তবে মোটা করে মাসকারা দেওয়া হয়েছে। গালে হালকা রঙের গোলাপি ব্লাশঅন। সকালের দিকে যদি বের হতে হয় তবে চুলটা বেঁধে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এখানে সালোয়ার-কামিজের সঙ্গে বেণি করা হয়েছে।

.দুপুরে ছিমছাম
দুপুরের জন্য হাতখোঁপাই আদর্শ হবে। শাড়ির সঙ্গে মানিয়ে কানে ঝুমকা। ঠোঁটে কমলা রঙের লিপস্টিক। আইশ্যাডো ব্যবহার করা হয়েছে তবে তা নু্যড রঙের। দুপুরে যদি দাওয়াত থাকে তবে চোখে চিকন করে টেনে আইলাইনার দিতে পারেন। বেজ কিন্তু এবেলায়ও হালকা।

.রাতে জমকালো
কালো শাড়িতে গুজরাটি কাজ করা। চুলটা হালকা ফুলিয়ে আগায় কোঁকড়া করে দেওয়া হয়েছে। মেকআপের বেজ হালকা রেখে চুলে জমকালো ভাব আনতে পারেন। ঠোঁটে কমলা-লালের আভা। চোখের আইশ্যাডোয় বাদামি ও কালো রঙের আইশ্যাডো। হাইলাইট হিসেবে মুক্তা (পার্ল) রং ব্যবহার করা হয়েছে।
গ্রন্থনা: রয়া মুনতাসীর

Share this content:

Related Articles

Back to top button