জাতীয়বাংলাদেশলিড নিউজ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ৩ ইউনিটে উৎপাদন বন্ধ

এবিএনএ : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইট ইয়ার্ডে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা এ ঘটনা ঘটে। এতে করে জাতীয় গ্রিডে ৭শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হ্রাস পেয়েছে।
বন্ধ ইউনিটগুলো হলো- ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ), ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার সর্ম্পূণ ইউনিট-৩। গ্রিড লাইনে ক্রটির কারণে কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনা প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বন্ধ হয়ে যায়। ক্রটির দেখা দেয়ার পরপর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত শেষ হতে সময় দীর্ঘ সময় লাগবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, ক্রটি দেখা দেয়ার পর বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইন দিয়ে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

Share this content:

Back to top button