জাতীয়বাংলাদেশলিড নিউজ

আদালতের সিদ্ধান্তেই ভাস্কর্যটি সরিয়ে নেয়া হয়েছে : ওবায়দুল কাদের

এবিএনএ : সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত গ্রিক ভাস্কর্য অপসারণের বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আদালতের সিদ্ধান্তেই ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
সড়কমন্ত্রী বলেন, গ্রিক ভাস্কর্য অপসারণের ক্ষমতা সরকারের এখতিয়ারে নেই, এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এটি অপসারণে সরকারের কোনো বিষয় নয়, এটা একেবারে কোর্টের এখতিয়ার।
এ সময় অপর এক প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ।
তিনি বলেন, তারা (বিএনপি) আচার-আচরণ ও কথাবার্তায় বেপরোয়া। মফস্বলে কোনো সভা করতে গেলে তারা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকান পাট ও দখল উচ্ছেদ করতে হবে। এজন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button