
এবিএনএ: মিনহাজুল বারী, সোনাতলা, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ সূপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
তিনি আজ শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন বটতলায় ইমারত শ্রমিকদের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, এলাকার সংসদ সদস্য যদি কর্মঠ ও কর্মবীর হয় তাহলেই তার পক্ষে খুব অল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছানো সম্ভব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক রেজাউল করিম, পাকুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, সেচ্ছাসেবকলীগ নেতা মাহফুজার রহমান শিপলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক সুজন চন্দ্র প্রমুখ।
এছাড়াও তিনি উপজেলার মন্ডমালা নয়াপাড়া গ্রামে বিদ্যুৎতায়ন উদ্বোধন, বোচারপুকুর মাদ্রাসায় টি আর টাকা বিতরন, কানুপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন, বালুয়াহাট হাফেজিয়া মাদ্রাসায় টি আর টাকা বিতরন, দক্ষিণ আটকরিয়া বটতলা মোক্তব ঘরে টি আর টাকা বিতরন, গুড়াভাঙ্গা জামে মসজিদে টি আর টাকা বিতরনসহ বিভিন্ন অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Share this content: