টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই ফায়ার ফাইটারের শরীর শতভাগ দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন
রাসায়নিকের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চার ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ, এর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক


এবিএনএ: টঙ্গীতে রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চার কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুইজনের শরীর শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ দুই ফায়ার ফাইটারের শরীর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আরেকজনের শরীরের ৪২ শতাংশ এবং আরেকজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী—অফিসার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ, ফায়ার ফাইটার নুরুল হুদার ১০০ শতাংশ, শামীম আহম্মদের ১০০ শতাংশ এবং জয় হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, তিনজনের অবস্থা গুরুতর। তাদের বার্ন ইনস্টিটিউটে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, কর্মীরা জানতেন না যে সেখানে রাসায়নিকের গুদাম ছিল। আগুন নেভাতে শুরু করার পরপরই বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সোমবার বিকেল ৩টার দিকে টঙ্গী সাহারা মার্কেটের টিনশেড সেমিপাকা গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের ঘটনায় চার ফায়ার সার্ভিস কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।