হোয়াইটওয়াশের স্বপ্ন ভেঙে ধস, পাকিস্তানের কাছে ৭৪ রানে হার টাইগারদের
সিরিজ নিশ্চিতের পর একাদশে বড় পরিবর্তন, ফলাফল—ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৪ রানেই অলআউট বাংলাদেশ


এবিএনএ: সিরিজ জয় নিশ্চিতের পর তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। তবে পাঁচটি পরিবর্তন করে একাদশে ‘নতুনত্ব’ আনতেই ঘটে যায় বিপর্যয়। ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে মাত্র ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়ক লিটন দাস। তবে নতুন বলের সুবিধা নিতে ব্যর্থ হয় বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের উদ্বোধনী জুটি শাহিবজাদা ফারহান ও সাঈম আইয়ূব মিলে যোগ করেন ৮২ রান। ফারহান ৪১ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন। সাঈম করেন ১৫ বলে ২১ রান।
শুরুটা জমকালো করেই পাকিস্তান তুলে ফেলে ২০ ওভারে ১৭৮ রান। মাঝের ওভারগুলোয় হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ এবং মোহাম্মদ নওয়াজ ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। তবে অন্য বোলাররা ছিলেন মার খাওয়া অবস্থায়—তাসকিন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট, শরিফুল ৩৯ রানে ১ উইকেট, সাইফউদ্দিন ১ উইকেট পেলেও রান দেন ২৮।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম পেছনে ক্যাচ দেন, পরের ওভারে বিদায় নেন লিটন দাস (৮ বলে ৮)। এরপর একে একে সাজঘরে ফেরেন মেহেদী মিরাজ (১০), জাকের আলী (১), শেখ মেহেদি (০)। স্কোরবোর্ডে তখন মাত্র ২৫ রান, উইকেট ৫টি পড়ে গেছে।
নাঈম শেখও দায়িত্ব নিতে ব্যর্থ হন, ১৭ বলে করেন মাত্র ১০ রান। শেষ দিকে সাইফউদ্দিন কিছুটা লড়াই করে ৩৪ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন, মেরে দেন ২টি চার ও ২টি ছক্কা। তবে তা যথেষ্ট ছিল না পরাজয় এড়াতে।
পাকিস্তানের বোলিং ছিল ধারালো—সালমান মির্জা ৪ ওভারে ৩ উইকেট (২০ রান), ফাহিম আশরাফ ২ ওভারে ২ উইকেট, মোহাম্মদ নওয়াজ ১.৪ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
এই হারে সিরিজ ২-১ ব্যবধানে শেষ করল বাংলাদেশ। হোয়াইটওয়াশের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি ভেঙে শেষ হলো বড় ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে।