লাইফ স্টাইল

চায়ের লিকারেই চুল হবে ঝলমলে ও প্রাণবন্ত! জেনে নিন ঘরোয়া উপায়

রূপচর্চায় চায়ের ব্যবহার এখন নতুন ট্রেন্ড! চুল পড়া থেকে শুরু করে আগাম পাকা চুল রোধেও কার্যকর প্রাকৃতিক সমাধান

এবিএনএ: 

চা শুধু শরীরকে চাঙ্গা করে না, বরং আপনার সৌন্দর্যচর্চার অংশ হিসেবেও অসাধারণ কাজ করতে পারে। বিশেষ করে চুলের যত্নে চায়ের লিকার কার্যকরী এক প্রাকৃতিক উপাদান। এতে থাকা ট্যানিনঅ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলকে করে তোলে উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল।

চুল পড়া, রুক্ষতা, আগাম পাকা চুল বা জৌলুশ হারানো চুলের জন্য চায়ের লিকার হতে পারে সহজ অথচ কার্যকরী সমাধান। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই ঘরোয়া হেয়ার কেয়ার ম্যাজিকটি:


১. সাধারণ কন্ডিশনার হিসেবে চায়ের লিকার

এক কাপ চা বানিয়ে ঠান্ডা করে নিন। শ্যাম্পু করার পর সেই ঠান্ডা চা চুলে ঢেলে ভালোভাবে ভিজিয়ে নিন। ২০–৩০ মিনিট অপেক্ষা করে হালকা পানিতে ধুয়ে ফেলুন। এতে চুলে আসবে প্রাকৃতিক ঝলক।


২. লেবুর রসের সঙ্গে চায়ের লিকার

চা ঠান্ডা করার পর তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে শ্যাম্পু করা চুলে ব্যবহার করুন। পরে নরম তোয়ালে দিয়ে আলতোভাবে চুল মুছুন। চুল থাকবে কোমল ও প্রাণবন্ত।


৩. তুলসির সংযোজনে চা স্পেশাল হেয়ার রিন্স

চা ফোটানোর সময় তাতে তুলসি পাতা যোগ করুন। ঠান্ডা হলে তাতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এটি চুলের উজ্জ্বলতা বাড়ায় ও স্ক্যাল্পকে রাখে সতেজ।


৪. চুল পড়া রোধে চা স্প্রে

চা পাতা ফুটিয়ে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। প্রতিদিন মাথার ত্বকে স্প্রে করুন। এটি চুল পড়া কমিয়ে চুল গজাতে সহায়তা করে। এই চা স্প্রে ফ্রিজে রেখে এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন।


৫. পাকা চুলে প্রাকৃতিক রঙ ও পরিচর্যা

যাদের অল্প বয়সেই চুল পাকা শুরু করেছে, তাদের জন্য রয়েছে বিশেষ টিপস। চায়ের লিকারে হেনা পেস্ট মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন। এটি চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলে আসবে গাঢ় রঙ এবং বাড়বে পুষ্টিও।


🔚 উপসংহার:

ব্যয়বহুল প্রোডাক্ট না কিনেই আপনি ঘরে বসেই পেতে পারেন পার্লারের মতো হেয়ার ট্রিটমেন্ট। চায়ের লিকার ব্যবহার করে নিয়মিত চুলের যত্ন নিলে চুল হবে মসৃণ, ঘন ও প্রাণবন্ত।

চুলের যত্নে প্রাকৃতিক উপায় বেছে নিন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন!

Share this content:

Back to top button