

এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিই মানুষের প্রধান আকাঙ্ক্ষা। জনগণের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচল এলাকায় ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পরপর তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।” তারেক রহমানের ভাষায়, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে একজন মা নিশ্চিন্তে সন্তানের নিরাপত্তা নিয়ে স্বপ্ন দেখতে পারেন।
তিনি আরও বলেন, যে দেশে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে—সেই বাংলাদেশই আমাদের লক্ষ্য। ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালেও জনগণ সম্মিলিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, আজ দেশের মানুষ আবার কথা বলার স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। শক্তিশালী গণতন্ত্র এবং মজবুত অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছালে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনতার ভালোবাসার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে সংবর্ধনাস্থল পর্যন্ত তার গাড়িবহরকে ঘিরে দেখা যায় বিপুল জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।




