রাজনীতি

তারেক রহমানের আহ্বান: ইসরায়েলের বসতি সম্প্রসারণ ঠেকাতে বিশ্বকে চাপ সৃষ্টি করতে হবে

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি পরিকল্পনার নিন্দা করে আন্তর্জাতিক মহলের কঠোর পদক্ষেপ দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এবিএনএ:  ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই উদ্যোগ ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রায় অসম্ভব করে তুলবে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থেকেছে এবং দমন-পীড়ন, দখল ও নিশ্চিহ্ন করার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে। তিনি আরও বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর অব্যাহত হামলা কার্যত জাতিগত নিধন ও গণহত্যার শামিল।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত। ইসরায়েলের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতকে এখনই ঘোষণা করতে হবে যে গাজায় ইসরায়েল কার্যত গণহত্যা চালাচ্ছে।

তারেক রহমানের মতে, বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ চাপই পারে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান এই অন্যায় বন্ধ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button