ভারত-পাকিস্তান সংঘর্ষে প্রাণহানি, শান্তিপূর্ণ সমাধানে আহ্বান তারেক রহমানের
রক্তক্ষয়ী হামলার বিরুদ্ধে বিএনপি নেতার প্রতিবাদ, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংযম ও সংলাপের পরামর্শ

এবিএনএ: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানি ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা কেবল প্রাণহানিই বাড়াচ্ছে, এতে সমাধান আসছে না। এই পরিস্থিতিতে আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংঘাত নয়, সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “যেকোনো সংঘর্ষে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের সশস্ত্র উত্তেজনা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক। আমাদের উচিত শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে অগ্রসর হওয়া।”
এই বক্তব্য এমন সময় এসেছে যখন কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। প্রতিশোধমূলকভাবে ভারতের বিমান হামলায় পাকিস্তানে প্রাণ হারান অন্তত ২৬ জন এবং আহত হন বহু মানুষ। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায়, যাতে ভারতের অন্তত ১৫ নাগরিক নিহত হন।
এই ঘটনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন সময়ে তারেক রহমানের এ ধরনের শান্তিপূর্ণ সমাধানের বার্তা আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
Share this content: