ডিসেম্বরে নির্বাচনের দাবি তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ জাতীয় নির্বাচন হওয়া জরুরি; জনগণকে নিজের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।


এবিএনএ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে তার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। নাগরিকরা সরকারের করুণার পাত্র নয়, বরং সরকারের উচিত জনগণের প্রতি জবাবদিহি করা।
রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কোনো রাষ্ট্রে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। তিনি মনে করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি সরকার গঠিত হলে সেই সরকার জনগণের প্রতি জবাবদিহি করতে বাধ্য হয়, এবং তাতে ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহত করা সহজ হয়।
তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নৈতিকভাবে বৈধ হলেও জনগণের প্রতি জবাবদিহিমূলক নয়। তাই তাদের নেওয়া পরিকল্পনাগুলো অনেক সময় জনস্বার্থে কার্যকর ও টেকসই হয় না।
তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিয়ম মাফিক বাজেট ঘোষণা করতে হবে, কিন্তু এনবিআরে সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ে অচলাবস্থা তৈরি করায় দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে। এর থেকে উত্তরণে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার যদি সময়মতো নির্বাচন আয়োজন করে, প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার করে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে, তাহলে দেশের জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচন করতে পারবে।
তারেক রহমান এই সময়কে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় বলে উল্লেখ করেন। তিনি বলেন, অতীতের পতিত স্বৈরশাসন যেন কোনোভাবেই আবার ফিরে না আসে, তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক সংস্কার অত্যাবশ্যক।
সভায় আরও উপস্থিত ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ড. মাহদী আমিন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম এবং লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
এই আলোচনায় অংশগ্রহণকারীরা সবাই অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
Share this content: