রাজনীতি

৭ হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা: বিএনপির শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন তারেক রহমান

দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নানা অনিয়ম ও অভিযোগের কারণে ৭ হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণ। কারও পদচ্যুতি ঘটেছে, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “এই সিদ্ধান্ত সহজ ছিল না, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি।”

তিনি আরও জানান, বিএনপি এখন প্রতিটি ভোটারের আস্থা অর্জনে কাজ করছে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দলকে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে।

তারেক রহমান বলেন, “তরুণরা চায় বাস্তব সুযোগ, জনগণ চায় স্থিতিশীলতা আর বিশ্ব চায় বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে। এ লক্ষ্য পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

তিনি জোর দিয়ে বলেন, নিজেদের দায়বদ্ধতার মাধ্যমেই বিএনপি প্রমাণ করছে যে সততার বিষয়ে দলটি আন্তরিক। তিনি আরও যোগ করেন, “আমরা ক্ষমতাসীনদের কাছে যেমন মানদণ্ড দাবি করি, নিজেদেরও তেমনি একই মানদণ্ডে দাঁড় করাই। এভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষ করে তরুণদের।”

তারেক রহমান বিএনপির পরিচয় তুলে ধরে বলেন, “আমরা চাই, বিএনপির প্রতিচ্ছবি হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক। আমরা বিভাজন নয়, অন্তর্ভুক্তি চাই। এজন্য নারীদের অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব এবং পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করছি। ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতি গড়ে উঠেছে, যা জাতিকে এগিয়ে নেবে।”

তিনি সহকর্মীদের উদ্দেশে আহ্বান জানান—ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হতে। তারেকের মতে, এভাবেই বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল গণতন্ত্র গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button