অল্প কিন্তু মানসম্মত কাজেই বিশ্বাস তানজিন তিশার, ‘ঘুমপরী’র সাফল্যে এখনো মোহিত তিনি
ভালো গল্প ছাড়া কাজ করেন না তানজিন তিশা, বললেন কম কাজ করে মানসম্মত কিছু দর্শকদের উপহার দিতে চান


এবিএনএ: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এখন অভিনয়ে আগের মতো ধারাবাহিকভাবে কাজ করছেন না। বরং তিনি বেছে বেছে, মানের দিক থেকে ভালো মনে হওয়া কাজগুলোকেই অগ্রাধিকার দিচ্ছেন।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তানজিন তিশা বলেন, “আমরা সারা বছর অনেক কাজ করি, তবে প্রতিটি কাজ সেরা হয়ে ওঠে না। তাই এখন আমি সেই কাজগুলোতেই যুক্ত হই যেগুলো গল্প, প্রযোজনা ও অভিনয়ের দিক দিয়ে মানসম্মত। ‘ঘুমপরী’ একটি এমন কাজ, যা আমাকে অন্যভাবে উপস্থাপন করেছে এবং প্রশংসাও এনে দিয়েছে। এখনো আমি এই চরিত্রের আবেশ থেকে পুরোপুরি বের হতে পারিনি।”
গত ২০ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’–তে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিশা। ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং তিশার অভিনয়ের প্রশংসা হয়েছে বিশেষভাবে।
কাজের বিষয়ে তিশা আরও বলেন, “আমি এখন পরিকল্পনা ছাড়া কাজ করি না। যেকোনো গল্পে নিজেকে যুক্ত করি না। ঈদের জন্য কাজ করলেও গত ঈদে আমার তেমন কিছু আসেনি কারণ গল্পগুলো মন মতো হয়নি। তবে আসন্ন ঈদের জন্য কয়েকটি কাজ করেছি যেগুলোর গল্প এবং প্রোডাকশন ভীষণ ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, দর্শক মানসম্মত কিছু পেতে যাচ্ছে।”
শুধু অভিনয়েই নয়, নৃত্যেও দক্ষ তানজিন তিশা। মাঝেমধ্যেই তাকে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায়। বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবছরও নাচে অংশ নিয়ে আলাদাভাবে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। তিশা বলেন, “অভিনয় জগতের বাইরেও নিজেকে উপস্থাপন করার কিছু জায়গা থাকে, তার একটি হলো নাচ। এই মাধ্যমটি আমাকে আলাদা একটি পরিচয় দেয়।”
তিশার বক্তব্যে স্পষ্ট—সংখ্যা নয়, গুণমানই তার কাছে গুরুত্বপূর্ণ। অভিনয়ে তার এই মনোভাবই হয়তো আগামীতে আরও নতুন ও সৃষ্টিশীল কাজ উপহার দেবে দর্শকদের।
Share this content: