বিনোদন

চুপিসারে বাগদান সারলেন ড্যানিয়েল রেডক্লিফ!

এবিএনএ : প্রেমিকা ইরিন ডার্কের সঙ্গে চুপিসারে বাগদানের কাজ সেরে ফেলেছেন হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি ‘হ্যারি পটার’খ্যাত এই তারকা।

বৃহস্পতিবার (৯ মার্চ) ব্রিটিশ ট্যাবলয়েড স্টার ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা যায়। যেখানে বলা হয়েছে, কিছুদিন ধরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন ড্যানিয়েল। এ ছাড়া ইরিনের জন্য বাগদানের আংটিও না-কি কিনতে দেখা গেছে ২৭ বছর বয়সী এই অভিনেতাকে। চার বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে ড্যানিয়েল ও ইরিনের। এবার তারা ঘর বাঁধবেন।

Share this content:

Back to top button