সরকারি অনুদানের ৬৫ লাখ টাকা স্বেচ্ছায় ফিরিয়ে দিলেন শাকিব খান
‘মায়া’ সিনেমার কাজ শুরু না হওয়ায় অনুদানের টাকা ফেরত দিলেন ঢালিউডের সুপারস্টার, জানাল তথ্য মন্ত্রণালয়


এবিএনএ:
তিন বছর আগে ‘মায়া’ নামের একটি সিনেমার জন্য সরকারের কাছ থেকে ৬৫ লাখ টাকার অনুদান পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ২০২১-২২ অর্থবছরে এই অনুদান অনুমোদন পেলেও সিনেমার কাজ শুরু হয়নি। অবশেষে সেই অনুদানের সম্পূর্ণ অর্থ স্বেচ্ছায় সরকারকে ফেরত দিয়েছেন এই জনপ্রিয় নায়ক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নায়ক শাকিব খানকে সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শুরু না করায় গত ১২ মে তাঁকে একটি চিঠি পাঠানো হয়। তিনি সময় বাড়ানোর কোনো আবেদন না করে নিজ থেকেই পুরো অর্থ ফেরত দিয়েছেন।”
সচিব আরও জানান, শুধু শাকিব খানই নন, অনেক প্রযোজক সময়মতো কাজ শেষ না করায় তাঁদেরও বারবার চিঠি পাঠানো হচ্ছে। কেউ কেউ টাকা ফেরত দিয়েছেন, আর যারা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
‘মায়া’ সিনেমাটি পরিচালনার কথা ছিল নির্মাতা হিমেল আশরাফের। ২০২২ সালে প্রথম কিস্তির অর্থ উত্তোলনের পর আর সিনেমার কোনো অগ্রগতি হয়নি। এই বিলম্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সরকারি অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে নিজের দায়মুক্তি নিশ্চিত করলেন শাকিব খান।
এটি চলচ্চিত্র অনুদান ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।