

এবিএনএ : গত ২৯ ফেব্রুয়ারি ,শনিবার বসন্তের রঙে রংগীন হয়ে উঠেছিল ফ্লোরিডার স্যানফোরড সিটির প্রবাসী বাংলাদেশীদের মনপ্রাণ।সুদূর বাংলাদেশের বসন্ত সমীরন হাজার হাজার মাইল পেরিয়ে দোলা দিয়ে গেছে প্রবাসীদের মনে-প্রাণে।এমন দিনে তারা প্রাণ খুলে গেয়ে উঠেছিল-“বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে……”।অনুষ্ঠানে রমনীরা খোঁপায় ফুল গুঁজে বাসনতী ও লাল রংয়ের শাড়িতে খুঁজে নেয় চিরায়ত বাংগালিয়ানা ।বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা এর উদ্যোগে ঐদিন সনধ্যায় ‘বসন্ত বরন’ উপলক্ষে স্যানফোরড এর একটি ভেনুতে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিল প্রাণের এই আয়োজনের।মনোজ্ঞ এই অনুষ্ঠান সনচালনা করেন আনোয়ার হোসেন। প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী শীলা আজিজ এর সুললিত কন্ঠে বসন্ত বন্দনার গান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদেরকে মাতিয়ে রাখে। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদেরকে তাঁর সংগীতের সুরের মূর্ছনায় এক ঘন্টারও বেশি সময় মোহময় আবেশে আচ্ছন্ন করে রাখেন ।অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে যখন ‘ আহা আজি এ বসন্তে’ সহ জনপ্রিয় বাংলা সংগীত পরিবেশিত হয় তখন অনুষ্ঠানস্থল জুড়ে ভালো লাগার রেনু ছড়িয়ে পড়ে।আর তা গায়ে মেখে প্রবাসীরা মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে।সংগীত অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশীরা নৈশভোজে অংশ নেয়। অনুষ্ঠান এর সার্বিক দেখভাল করেন আনোয়ার হোসেন , হেলাল আহমদ, শামস আহমদ,মো: শফি, মুরাদ হোসেন প্রমুখ।বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মনোজ্ঞ এই অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা গতানুগতিক অনুষ্ঠানের বাইরে ভিন্নধর্মী এই অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রানখোলা অভিনন্দন জানান।