আফগানিস্তানে পৃথক আত্মঘাতি হামলায় দুই সেনাসহ নিহত ৩


এবিএনএ : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কয়েক দফা আত্মঘাতি বোমা হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, কাবুলের কূটনৈতিক এলাকায় সকালের ব্যস্ত সময়ে আত্মঘাতি বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হন।-খবর এএফপির।
জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের (এনডিএস) কম্পাউন্ডের কাছে আরেকটি বোমা হামলা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। ন্যাটো কার্যালয় ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এনডিএস কম্পাউন্ড অবস্থিত।এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ওই এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখন বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমার গাড়ির কাচ ভেঙে গেছে। বেশ কয়েকজনকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি।
এছাড়াও অস্থিতিশীল দক্ষিণ হেলমান্দ প্রদেশে শনিবারে পৃথক দুটি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে দুই সেনা নিহত হয়েছেন। এতে আরও প্রায় ডজনখানেক লোক আহত হয়েছেন। নাদ আলী জেলায় সেনা ঘাঁটিতে হামলায় একটি হুমভি গাড়ি ব্যবহার করা হয়েছে। সেনারা সেটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছেন। এখানে দুই সেনা নিহত ও সাত জন আহত হয়েছেন। এরপর প্রাদেশিক রাজধানী লস্কর গাহে দ্বিতীয় আত্মঘাতি হামলায় আরও সাত ব্যক্তি আহত হন। হেলমান্দের দুটি হামলার দায় স্বীকার করেছে তালেবান।