

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ই-ট্রেড লাইসেন্স ও ই-হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নগর ভবনে ব্যাংক ফ্লোর সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
অনুষ্ঠানে শাহ মোহায়মেন হজ্ব অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মালিক সৈয়দ আব্দুল মোদাচ্ছের এর হাতে তাৎক্ষণিকভাবে ই-ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হয়।
ই-ট্রেড লাইসেন্স ও ই-হোল্ডিং ট্যাক্স চালু করার ফলে নাগরিকদের দুর্ভোগ নিরসন হবে উল্লেখ করে মেয়র বলেন, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই ব্যবসা পরিচালনাসহ গৃহকর পরিশোধ করতে পারবেন। এতে তাদের সময় ও অর্থের সাশ্রয় হবে। করপোরেশনের কাজেও স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
সাঈদ খোকন বলেন, ইতিমধ্যে ই-টেন্ডারিং চালু করা, কর্মকর্তা/কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণে ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ই-ট্রেড লাইসেন্স ও ই-হোল্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হল। উল্লেখ্য, ডিএসসিসির এক লাখ ৮২ হাজার ট্রেড লাইসেন্স ও এক লাখ ৬৫ হাজার হোল্ডিং রয়েছে।
অনুষ্ঠানে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। আগেও হোল্ডিং ট্যাক্স শতকরা ১২ ভাগ ছিল এখনও তাই আছে। ২৯ বছর ধরে কর অ্যাসেসমেন্ট করা যায়নি বলে নতুন ও পুরাতন ফ্ল্যাট/ভবনের গৃহকরের মধ্যে বিদ্যমান অসমতা দূর করে সমন্বয় করা হচ্ছে মাত্র।
ডিএসসিসির সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, প্রকল্প পরিচালক আব্দুল খালেক, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, প্রধান নগর পরিকল্পণাবিদ সিরাজুল ইসলাম, সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকনসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।