আমেরিকালিড নিউজ

দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন ট্রাম্প

এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের আসন্ন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক র‌্যালিতে অংশ নিয়ে হাজার হাজার সমর্থকের সামনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি ফ্লোরিডাকে নিজের ‘সেকেন্ড হোম’ উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তার যুক্তি তুলে ধরেন। ট্রাম্প এ সময় ডেমোক্র্যাটদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা আমাদের দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা আমেরিকাকে আবারও মহান করব।

পুনরায় নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প তার দেশে অবৈধভাবে বসবাসরত লাখো মানুষকে বের করে দেওয়ার হুমকি দেন। ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের বৈধ করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। তিনি ২০১৫ সালের ১৬ জুন প্রথম রিপাবলিকান পার্টির অধীনে ২০১৬ সালের নির্বাচনে তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেন। এবং ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬টি ইলেক্টরাল ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।-বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button