টসে জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, বড় জয়ের লক্ষ্য লঙ্কানদের
দুবাইয়ে আজকের ম্যাচে জিতলেই পরের রাউন্ডের পথে অনেকটা এগিয়ে যাবে শ্রীলঙ্কা, নেট রানরেট বাড়ানোই মূল টার্গেট


এবিএনএ: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ হংকং। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে ব্যাটিংয়ে নামতে হয়েছে হংকংকে।
আজকের ম্যাচ শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলে দলটি অনেকটাই এগিয়ে যাবে পরের রাউন্ডে। অন্যদিকে, দুই ম্যাচে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করা হংকংয়ের জন্য এই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা।
লঙ্কানদের প্রধান লক্ষ্য আজ বড় জয় তুলে নিয়ে নেট রান রেট আরও শক্তিশালী করা। কারণ এর আগে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩২ বল হাতে রেখে জয় পেয়েছিল তারা, যা তাদের অবস্থানকে করেছে সুবিধাজনক। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক জানিয়েছিলেন, নেট রানরেট নিয়েও তারা কৌশল সাজাচ্ছেন। তাই আজ হংকংয়ের বিপক্ষে বড় জয়ের চেষ্টা থাকবে স্পষ্ট।
হংকং একাদশ: জিশান আলি, আনশি রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, শাহিদ ওয়াসিফ, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুক্লা ও আতিক ইকবাল।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিল মিশারা, কুশাল পেরেরা, দাসুন শানাকা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা ও নুয়ান থুসারা।