গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চায় স্পেন, জাতিসংঘে প্রস্তাব আনছে
গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ


এবিএনএ: গাজায় দীর্ঘদিন ধরে চলা সহিংসতায় বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল স্পেন। ইসরায়েলের যুদ্ধনীতি বন্ধে আন্তর্জাতিক মহলের জোরালো পদক্ষেপ দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
শনিবার ইরাকের রাজধানী বাগদাদে এক সম্মেলনে স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, তার দেশ জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে, যার মাধ্যমে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামত চাওয়া হবে।
আরব লিগ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের সকল নেতার উচিত আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য দিয়েই ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। আমরা এমন এক সময় পার করছি, যেখানে নিরীহ মানুষের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, গাজায় ‘অতিরিক্ত সংখ্যক মানুষের মৃত্যু’ মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিয়ে স্পেনের অবস্থান আবারও স্পষ্ট করে দিয়ে সানচেজ বলেন, তার দেশ একটি টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।
এই প্রেক্ষিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যাতে গাজায় চলমান সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এবং ইসরায়েলের প্রতি জবাবদিহি নিশ্চিত করা হয়।
Share this content: