বাংলাদেশ

আরও দুই মাস সেনা কর্মকর্তাদের হাতে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

১৪ মে থেকে শুরু হয়ে ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে এই বিশেষ ক্ষমতা, প্রজ্ঞাপন প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়

এবিএনএ:  সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। কোস্টগার্ড বিজিবিতে প্রেষিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।

বৃহস্পতিবার (মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই ক্ষমতা ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত বহাল থাকবে।

এই কর্মকর্তারা এখন ফৌজদারি কার্যবিধির একাধিক ধারা অনুযায়ী অপরাধ আমলে নিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট ধারাগুলোর মধ্যে রয়েছে: ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর, ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর উদ্ভূত অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রথমবারের মতো সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনীকে এই বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে মাঠ পর্যায়ে আইন প্রয়োগের কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সরাসরি ভূমিকা বাড়ে।

নতুন এই প্রজ্ঞাপনের ফলে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী সেনা কর্মকর্তারা অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত পদক্ষেপ গ্রহণে আরও বেশি সক্ষমতা লাভ করবেন।

Share this content:

Back to top button