সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার, জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানে হাজারো প্রবাসী আটক


এবিএনএ: সৌদি আরবে চলমান নিরাপত্তা অভিযানে এক সপ্তাহের ব্যবধানে ২২ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ২২ হাজার ৭২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি দেশব্যাপী পরিচালিত বৃহত্তর নিরাপত্তা অভিযানের অংশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ৬২৪ জন এবং শ্রম আইন অমান্যের জন্য ৩ হাজার ৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা দেশের আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।