নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার দোরগোড়ায় যুবারা
সেমিফাইনালে রোমাঞ্চকর জয়, নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখল বাংলাদেশ


এবিএনএ: সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ যুব দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার আয়োজিত সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্বে পা রাখে বাংলাদেশের যুবারা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৭তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল নেপাল, তবে বাংলাদেশি গোলকিপার ইসমাইল হোসেনের অসাধারণ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ২২ মিনিটে রিফাত কাজীর প্রচেষ্টা এবং ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিকও গোলে রূপ নেয়নি।
প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদার নেওয়া কর্নার থেকে আশিকুর রহমানের দুর্দান্ত হেডে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ৮১ মিনিটে আরও একবার আক্রমণে উঠে ডান প্রান্ত থেকে মোহাম্মদ মানিকের নিখুঁত পাসে গোল করেন নাজমুল, ব্যবধান দাঁড়ায় ২-০।
শেষ দিকে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। ৮৭ মিনিটে নেপালের হয়ে সুজন ডাঙ্গোল একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেমিফাইনালে এই জয়ে নিশ্চিত হয় তাদের ফাইনাল টিকিট।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠে আসে।
আগামী রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত বা মালদ্বীপ – যারা সেদিনের আরেক সেমিফাইনালে মুখোমুখি হয়।
বাংলাদেশের যুবারা এখন সাফ শিরোপার একেবারে দোরগোড়ায়। দলীয় ঐক্য, রণকৌশল ও দৃঢ় মানসিকতায় ভর করে এই স্বপ্ন পূরণের অপেক্ষায় গোটা দেশ।
Share this content: