

এবিএনএ: আজ শনিবার বিকেলে ইডেন মহিলা কলেজ চত্বরে সংবাদ সম্মেলন করে সাত কলেজের শিক্ষার্থীরা জানান, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন আগামীকাল রবিবারের মধ্যে না দিলে তারা সোমবার (২০ মে) থেকে রাজপথে নামবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার জনদুর্ভোগ এড়াতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও গ্রহণ করা হবে। শিক্ষার্থী প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মতো কাঠামোতে শিক্ষা কার্যক্রম চালালেও প্রশাসনিক স্বীকৃতি না থাকায় শিক্ষাজীবনে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন—
১. অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে।
২. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও ভুতুড়ে ফলের সমাধান করতে হবে।
৩. অতিরিক্ত ফি আদায়সহ যাবতীয় অসংগতি দূর করতে হবে।
৪. প্রজ্ঞাপন জারির দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উদ্যোগ নিতে হবে।
৫. আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ এবং ১৬ জুনের মধ্যে অধ্যাদেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
প্রথম দাবি আদায় না হলে বাকি দাবিগুলোর বাস্তবায়ন নিয়েও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। তারা বলেন, “আমরা এবার মাঠে নামলে অধ্যাদেশ আদায় না করে রাজপথ ছাড়বো না।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জাফরিন আক্তার এবং ঢাকা কলেজের আবিদ হাসান। উপস্থিত ছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এই আন্দোলন নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের দাবি থেকে শুরু হয়ে এখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ চাপে পরিণত হয়েছে।
Share this content: