গোল করেও নির্বিকার রদ্রিগো, রিয়াল মাদ্রিদে কি শেষ অধ্যায়?
তাইরোলের বিপক্ষে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো, তবে মুখে হাসি নেই। সোশ্যাল মিডিয়ায় তার ছবি না দেওয়ায় জল্পনা আরও বেড়েছে


এবিএনএ: প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ডব্লিউএসজি তাইরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল, একটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও ও ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস।
শেষ গোলটি আসে রদ্রিগোর পা থেকে, এমবাপ্পের অ্যাসিস্টে। তবে গোলের পরও রদ্রিগোর মুখে দেখা যায়নি সামান্যতম হাসি। সতীর্থরা এগিয়ে এসে অভিনন্দন জানালেও তিনি ছিলেন নির্বিকার।
শুরুর একাদশে ফরোয়ার্ড লাইনে ছিলেন এমবাপ্পে, ভিনিসিয়াস ও ব্রাহিম দিয়াজ। রদ্রিগো মাঠে নামেন বদলি হিসেবে শেষ ২১ মিনিটে। ওই সময়ের মধ্যে তিনি একটি গোল ছাড়াও দুটি শট নেন, শতভাগ সফল পাস দেন এবং ড্রিবলিংয়েও থাকেন শতভাগ নিখুঁত।
কৌতূহল জাগানোর মতো বিষয় হলো, ম্যাচে গোল পাওয়া এমবাপ্পে, মিলিতাও বা গোলে সহায়তা দেওয়া আর্দা গুলারের ছবি রিয়াল মাদ্রিদ তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও রদ্রিগোর কোনো ছবি প্রকাশ করেনি। এতে আরও জোরালো হয়েছে গুঞ্জন—রদ্রিগোর রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে এসেছে।