জাতীয়

রোডম্যাপ ঘোষণা: ডিসেম্বরেই তফসিল, রোজার আগেই জাতীয় নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসির ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা, সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু

এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে তাদের রোডম্যাপ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে এবং রোজার আগেই নির্বাচন সম্পন্ন করা হবে।

ঘোষিত রোডম্যাপ অনুসারে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল, অংশীজন, মিডিয়া এবং নারী নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরে শুরু হবে বলেও জানান তিনি।

আখতার আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে আমরা ২৪টি পৃথক পরিকল্পনা তৈরি করেছি, যেখানে প্রতিটি কাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ, যা আগামী মাস থেকেই শুরু হবে।”

ইসির এ কর্মপরিকল্পনায় নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও সুষ্ঠু রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা, আইনশৃঙ্খলা, প্রযুক্তি ব্যবহার ও ভোটারদের আস্থা অর্জনের দিকেও নজর দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button